শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এরপর স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, উপজেলা পরিষদ চেয়ারম্যান আজাদ রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন আল রাজি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক, সাবেক মেয়র নজরুল ইসলাম, সমকালের যুগ্ম বার্তা সম্পাদক তপন দাস, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজল এ খোদা লিটন ও শিমুলের ছোট ভাই আজাদ বক্তব্য রাখেন।
পরে শিমুলের মরদেহ তার গ্রামের বাড়ি মাদলা-কাকিলাবাড়ীতে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে মাদলা-কাকিলাবাড়ী কবরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শাহজাদপুর পৌরসভার মেয়র ও ছাত্রলীগের গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় মেয়র শর্টগান দিয়ে গুলি ছুড়ছিলেন। সেই ছবি তুলতে গিয়ে গুলিবিদ্ধ হন দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। এ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এসআই