ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক হত্যায় বিচার বিভাগীয় তদন্তের দাবি এমপি স্বপনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
সাংবাদিক হত্যায় বিচার বিভাগীয় তদন্তের দাবি এমপি স্বপনের সাংবাদিক হত্যায় বিচার বিভাগীয় তদন্তের দাবি এমপি স্বপনের

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যাকাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) হাসিবুর রহমান স্বপন।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শিমুলের জানাজা নামাজের আগে বক্তব্যে তিনি এ দাবি জানান।

এ সময় তিনি হত্যা মামলাটিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরেরও দাবি জানান।

এমপি বলেন, সাংবাদিক শিমুল পেশাগত দায়িত্ব পালনকালে প্রকাশ্যে গুলিবিদ্ধ হন। পৌর মেয়র তার ওপর গুলি চালায়। শাহজাদপুরবাসী সবসময়ই শান্তিকামী, তারা সন্ত্রাস পছন্দ করে না। সন্ত্রাসী যতবড় নেতাই হোক না কেন, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাত বলেন, মেয়র হালিমুল হক মিরুর শর্টগান থেকেই গুলি করা হয়েছে। তার বাড়ি থেকে গুলির খোসা পাওয়া গেছে। ৪৩ রাউন্ড গুলিসহ ওই শর্টগান জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
‌এজি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।