ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক শিমুল হত্যার বিচার চেয়ে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
 সাংবাদিক শিমুল হত্যার বিচার চেয়ে মানববন্ধন সাংবাদিক শিমুল হত্যার বিচার চেয়ে মানববন্ধন/ছবি-বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: মেয়রের গুলিতে নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার বিচার চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মানববন্ধন করেছে সমকাল সুহৃদ সমাবেশ।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন সমকালের সহকারী সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ।

তিনি বলেন, সাংবাদিক শিমুলের রক্তাক্ত পরিচয়পত্র দেশের সাংবাদিক সমাজের পরিচয়পত্র হয়ে দাঁড়িয়েছে বলে আমরা মনে করি। আমরা এ মানববন্ধন থেকে রাজনীতির দলীয় হানাহানির মধ্য দিয়ে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানাচ্ছি।

শিমুলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পাশাপাশি টেন্ডারবাজি, দখলবাজের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমকালের নগর সম্পাদক শাহেদ চৌধুরী, সমকাল সুহৃদ সমাবেশের কেন্দ্রীয় সহ-সভাপতি সমুদ্র প্রবাল, ঢাবি সভাপতি আতিকুর রহমান, সাহিত্য সম্পাদক আবুল খায়ের।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এসকেবি/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।