ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনুষ্ঠান পেছালেন প্রধানমন্ত্রী

বিশেষ সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনুষ্ঠান পেছালেন প্রধানমন্ত্রী এসএসসি পরিক্ষার্থীদের জন্য পূর্বনির্ধারিত অনুষ্ঠান পিছিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: রাজধানী ঢাকায় এসএসসি পরিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে রোববার (০৫ ফেব্রুয়ারি) সকালের পূর্বনির্ধারিত অনুষ্ঠান ৩০ মিনিট পিছিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লুতে অনুষ্ঠানটি সকাল ১০টার পরিবর্তে সাড়ে ১০ টায় শুরু হবে ।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, ছাত্র ছাত্রীরা পরীক্ষার হলে ঢুকে যাওয়ার পর প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে সকাল ১০:২০ মিনিটে  অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে যাত্রা করবেন ।



খোকন আরও জানান, পরীক্ষার দিনগুলোতে তার অন্যান্য অনুষ্ঠানগুলোর সময়সূচিও একইভাবে নির্ধারণের জন্য এরই মধ্যে ব্যক্তিগত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

রোববার ই -নাইন ফোরামের মন্ত্রী পর্যায়ের একটি পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময় ১৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।