শনিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কাহালু-মালঞ্চা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাফফর শিবগঞ্জ উপজেলার মোকামতলার মুরাদপুর গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিক বাংলানিউজকে জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এমবিএইচ/এএটি/আইএ