ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

কাহালুতে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
কাহালুতে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

বগুড়া: কাহালু উপজেলার শহরপাল্লাপাড়া এলাকায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোজাফফর হোসেন (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কাহালু-মালঞ্চা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাফফর শিবগঞ্জ উপজেলার মোকামতলার মুরাদপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিক বাংলানিউজকে জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এমবিএইচ/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।