শনিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় প্রধান অতিথি থেকে অভিযানের উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান।
উদ্বোধনের আগে তিনি খুলনা শহরের ৬শ’র বেশি স্বেচ্ছাসেবককে বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতা বিষয়ক শপথ বাক্য পাঠ করান।
খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি বিএল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ইয়ুথ ড্রিম’র সেচ্ছাসেবকরা এ অভিযানে অংশ নিয়ে শহরের রয়েল মোড়, পিঠিআই মোড়, শান্তিধাম মোড়, সাতরাস্ত মোড়, পার্ক-জাতিসংঘ শিশুপার্ক, হাদিস পার্ক এবং রোড-নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিষ্কার করেন।
অভিযানে অংশ নেওয়া বিএল কলেজের শিক্ষার্থী ও পরিবর্তন চাই’র সদস্য ফাতেমা-তুজ-জোহরা টুম্পা শপথ নেওয়ার বিষয়টি বাংলানিউজের সঙ্গে শেয়ার করেন। তিনি বলেন, ‘আমরা শপথ করছি যে, সর্বদা কেবল ডাস্টবিনে ময়লা ফেলবো এবং অন্যদেরও ফেলতে বলবো। চলার পথে ময়লা ফেলার প্রয়োজন হলেও সেগুলো সঙ্গে নিয়ে নিজ দায়িত্বে ডাস্টবিনে ফেলবো। উন্মুক্ত স্থান, বনাঞ্চল, জলাশয়ের পরিবেশ বিনষ্ট হয়- এমন কাজ কখনো করবো না। আমি নিজের কাছে প্রতিজ্ঞা করছি যে, আমি পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়তে সদা সচেষ্ট থাকবো। ’
অভিযানে বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মো. নাসির উদ্দিন, মহাসচিব গোলাম মোস্তফা সজিব মোল্লা, যুগ্মমহাসচিব মো. তরিকুল ইসলাম কবিরসহ বিভিন্ন সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এমআরএম/টিআই