শনিবার (০৪ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারা ভিতর পাড়া হতে তাকে অপহরণ করা হয়।
এ ঘটনায় বাঘমারা থেকে থোয়াইচা হ্লা (৩৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে বাঘমারা ভিতর পাড়া থেকে চারজন সন্ত্রাসী অস্ত্রের মুখে ফেলে মংশৈথুই মারমাকে অপহরণ করে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আশপাশের এলাকাগুলোতে অভিযানে নেমে পড়েন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বাংলানিউজকে জানান, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। অপহৃতকে উদ্ধারের জন্য অভিযান চালানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এনটি