শনিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটিকাপাসিয়ার চর থেকে তাকে আটক করা হয়। আমিনা বেগম ভাটিকাপাসিয়ার চর এলাকার খাজা মিয়ার স্ত্রী।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহম্মেদ বাংলানিউজকে জানান, বিকেলে ভাটি কাপাসিয়ার দুর্গম চরের খাজা মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় দেশীয় তৈরী ৮ থেকে ১০ ইঞ্চি লম্বা লোহার একটি পাইপগানসহ আমিনা বেগমকে আটক করা হয়।
এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এনটি