শনিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যতন মার্মা এ কারাদণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন-মন্টু শেখ (৩৮) ও সোহেল ফকির (৩২)।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার কোলাপাড়া ও বাঘড়াই ইউনিয়নে পৃথক অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক বিক্রির সময় হাতেনাতে তাদের আটক করা হয়।
পরে ওই দু’জনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক এ দণ্ডাদেশ দিয়ে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এজি/এসআই