ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে ৩৭০ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
শাহজালালে ৩৭০ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক অভিনব পন্থায় আনা ১৭ লাখ টাকার স্বর্ণ আটক/ছবি-বাংলানিউজ

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩শ’ ৭০ গ্রাম স্বর্ণসহ মাসুদ নামে এক যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল হক এ বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি বলেন, শনিবার সকালে বিমান বাংলাদেশের বিজি- ৮৭ ফ্লাইটে করে মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন মাসুদ।

গ্রিন চ্যানেল অতিক্রমের সময় শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা তার ব্যাগ তল্লাশি করে ওই স্বর্ণগুলো উদ্ধার করেন।

আটক মাসুদের বাড়ি বরিশালের কাউয়ারচর এলাকায়।

তিনি মালয়েশিয়ায় একটি রেস্টুরেন্টে কাজ করতেন। এক বছর পর দেশে এসেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭

পিএম/এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।