ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে খুলনায় মানববন্ধন

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে খুলনায় মানববন্ধন মানববন্ধনে খুলনার সাংবাদিকরা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: দৈনিক সমকাল পত্রিকার সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হামিদ শিমুল হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন খুলনার সাংবাদিকরা।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা প্রেসক্লাবের সামনে সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশ এ মানববন্ধনের আয়োজন করে।

দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিব, সাধারণ সম্পাদক সুবীর কুমার রায়সহ স্থানীয় সাংবাদিক নেতারা।

বক্তারা বলেন, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জে আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষের ছবি তুলতে গিয়ে গুলিবিদ্ধ দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল মারা যাওয়ার ঘটনায় নিন্দা জানানোর ভাষা আমাদের নেই।

এসময় আক্ষেপ করে বক্তারা বলেন সাংবাদিকরা নিরীহ, নীরস্ত্র মানুষ, এদের খুব সহজেই মারা যায়। সাংবাদিক মারলে বিচার হয় না। বিচারহীনতার জন্য বারবার নির্যাতিত হচ্ছেন সাংবাদিকরা।

সাংবাদিকদের মধ্যে পক্ষ-বিপক্ষ, ভেদ-বিভেদ ভুলে গিয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্দোলনে নামার আহ্বান জানান বক্তারা।

এছাড়া মানববন্ধন থেকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার এবং ঘাতকদের গ্রেফতারের দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।