শনিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা প্রেসক্লাবের সামনে সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশ এ মানববন্ধনের আয়োজন করে।
দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিব, সাধারণ সম্পাদক সুবীর কুমার রায়সহ স্থানীয় সাংবাদিক নেতারা।
বক্তারা বলেন, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জে আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষের ছবি তুলতে গিয়ে গুলিবিদ্ধ দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল মারা যাওয়ার ঘটনায় নিন্দা জানানোর ভাষা আমাদের নেই।
এসময় আক্ষেপ করে বক্তারা বলেন সাংবাদিকরা নিরীহ, নীরস্ত্র মানুষ, এদের খুব সহজেই মারা যায়। সাংবাদিক মারলে বিচার হয় না। বিচারহীনতার জন্য বারবার নির্যাতিত হচ্ছেন সাংবাদিকরা।
সাংবাদিকদের মধ্যে পক্ষ-বিপক্ষ, ভেদ-বিভেদ ভুলে গিয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্দোলনে নামার আহ্বান জানান বক্তারা।
এছাড়া মানববন্ধন থেকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার এবং ঘাতকদের গ্রেফতারের দাবি জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এমআরএম/ওএইচ/