ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক শিমুল হত্যায় বিচারের দাবিতে ব‌রিশালে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
সাংবাদিক শিমুল হত্যায় বিচারের দাবিতে ব‌রিশালে মানববন্ধন

বরিশাল: সমকাল সিরাজগঞ্জের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুলকে গুলি করে হত্যার ঘটনায় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূ‌চি পালন করা হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে নগরের অশ্বিনী কুমার হলের সামনের সড়কে সমকাল সুহৃদ সমাবেশ প্রতিবাদমূলক এ কর্মসূচির আয়োজন করে।

এসময় বক্তারা বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক গুলিতে নিহত হবেন এটা মেনে নেওয়া যায় না।

অনতিবিলম্বে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

সমকাল বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর সভাপতিত্বে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান ও সম্পাদক কামরুল আহসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।