শহর পরিচ্ছন্ন রাখতে নীলফামারীতে ঝাড়ু হাতে মেয়র
সৈয়দপুর (নীলফামারী): শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে নিয়ে আবর্জনা পরিষ্কার করেছেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ।
শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের চৌরঙ্গি মোড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে নাগরিকদের নিজ আবাসস্থল ও এর আশপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।
মেয়র বলেন, নীলফামারী শহরকে সবুজ শহর হিসেবে গড়তে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেছি।
শহরের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে স্টিলের ডাস্টবিন। সবাইকে নির্ধারিত স্থানে আবর্জনা ফেলতে এবং বাড়ির আশপাশসহ সড়ক পরিচ্ছন্ন রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন- জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মুজিবুদ্দৌলা জকি, সংগঠনের সমন্বয়কারী আসাদুজ্জামান সুজন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এনটি/এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।