ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

‘বর্তমান সরকার জাতি ভেদে বিশ্বাস করে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
‘বর্তমান সরকার জাতি ভেদে বিশ্বাস করে না’ ফরিদপুরে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি বক্তব্য রাখছেন/ ছবি: বাংলানিউজ

ফরিদপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জাতি ভেদে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, এ দেশের সংবিধান যেমন সবার সমঅধিকার নিশ্চিত করেছে, ঠিক তেমনি সরকারও সবার প্রতি সংবেদনশীল থেকে তা বাস্তবায়ন করেছে।

হরিজন সম্প্রদায়ের দাবি-দাওয়ার প্রতি সম্মতি জানিয়ে হরিজন সম্প্রদায়ের বেতন দ্বিগুণ করারও আশ্বাস দিয়েছেন তিনি।

হরিজন ঐক্য পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি রিপন হরিজনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পৌর মেয়র মাহতাব আলী মেথু, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, ঐক্য পরিষদের কেন্দ্রীয় মহাসচিব নির্মল চন্দ্র দাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
আরকেবি/আরআইএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।