শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, এ দেশের সংবিধান যেমন সবার সমঅধিকার নিশ্চিত করেছে, ঠিক তেমনি সরকারও সবার প্রতি সংবেদনশীল থেকে তা বাস্তবায়ন করেছে।
হরিজন সম্প্রদায়ের দাবি-দাওয়ার প্রতি সম্মতি জানিয়ে হরিজন সম্প্রদায়ের বেতন দ্বিগুণ করারও আশ্বাস দিয়েছেন তিনি।
হরিজন ঐক্য পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি রিপন হরিজনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পৌর মেয়র মাহতাব আলী মেথু, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, ঐক্য পরিষদের কেন্দ্রীয় মহাসচিব নির্মল চন্দ্র দাস প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
আরকেবি/আরআইএস/টিআই