শনিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে পুরাতন কালেক্টরেট মাঠে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান। মেলার উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক (ডিসি) ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাহ্ফুজুর রহমান, নেত্রকোনা পৌর মেয়র নজরুল ইসলাম খান, রাজনীতিবিদ নূর খান মিঠু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এনটি