ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে বার্ষিক ক্রীডা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
সাভারে বার্ষিক ক্রীডা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য ডা.এনামুর রহমান

সাভার (ঢাকা): সাভারে ইছরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইছরকান্দি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে ইছরকান্দি উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুরস্কার বিতরণ করা হয়।

স্থানীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় তিনি শিক্ষার্থীদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করার আহবান জানান।

তিনি আরো বলেন, শুধু লেখাপড়া করলেই চলবে না পাশাপাশি নিজেদেরকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশ ও জাতি গঠনে ভুমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে মো. মোশারফ হোসেন মুসা’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম, ইছরকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আউয়ালসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘন্টা, ০৪ ফেব্রয়ারি ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।