শনিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে ইছরকান্দি উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুরস্কার বিতরণ করা হয়।
স্থানীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
তিনি আরো বলেন, শুধু লেখাপড়া করলেই চলবে না পাশাপাশি নিজেদেরকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশ ও জাতি গঠনে ভুমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে মো. মোশারফ হোসেন মুসা’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম, ইছরকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আউয়ালসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘন্টা, ০৪ ফেব্রয়ারি ২০১৭
বিএস