শনিবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে ফতুল্লার ভোলাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মঈনুল হক ক্রনি গ্রুপের একটি কারখানায় সিকিউরিটির গার্ডের চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্রনি গ্রুপের কারখানা থেকে একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১১-৮১২০) মাল নিয়ে বের হওয়ার সময় সিকিউরিটি গার্ড মঈনুল হককে চাপা দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পর মঈনুলের মৃত্যু হয়।
নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাহমিনা নাজনীন বাংলানিউজকে জানান, সিকিউরিটি গার্ড মঈনুলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার বুকে ও শরীরে গাড়ির চাপার আঘাতের চিহ্ন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এসআরএস/আরআইএস/টিআই