ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

হতাশ কিশোর-তরুণদের মা-বাবাদের নিয়ে কর্মশালা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
হতাশ কিশোর-তরুণদের মা-বাবাদের নিয়ে কর্মশালা

ঢাকা: নানা কারণে হতাশ কিশোর-তরুণদের মা-বাবা ও অভিভাবকদের নিয়ে ‘বিশেষায়িত রেসপন্সিভ প্যারন্টিংয়ের ওয়ার্কশপ’ নামে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) অনলাইন সাইকোলজিক্যাল সাপোর্ট সেন্টার ‘মনের বন্ধু’র আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) সংগঠনটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এথিকস অ্যাডভান্সড টেকনোলজিস লিমিটেডের (ইএটিএল) শিক্ষাবিষয়ক উদ্যোগ এডুটিউবের পৃষ্ঠপোষকতায় মোহাম্মদপুরের ডিনেট অফিসে মা-বাবাকে সন্তানের মানসিক হতাশা-দুশ্চিন্তায় সাড়া দেওয়ার নানা কৌশল নিয়ে আলোচনা হয় এ কর্মশালায়।

কর্মশালা পরিচালনা করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের মনোবিদ ডা. হেলাল উদ্দিন আহমেদ। কিশোরদের মানসিক সমস্যায় অভিভাবকদের ইতিবাচক সাড়া নিয়ে আলোচনা করেন তিনি।

হেলাল উদ্দিন আহমেদ জানান, বাবা-মায়ের ইতিবাচক আচরণেই সন্তানরা বেশি প্রভাবিত হয়। সন্তানের সুস্থ মানসিক বিকাশের জন্য বাবা-মা যত বেশি সন্তানকে বুঝতে চেষ্টা করবেন, তত বেশি সন্তানের প্রতি তারা ইতিবাচক আচরণ করতে পারবেন।

কর্মশালায় অন্যদের মধ্যে আলোচন‍ায় অংশ নেন কর্মজীবী মা পলা আজিজ। সমাজের বিভিন্ন পেশার ৪১ জন অভিভাবক এ কর্মশালায় অংশ নেন। এতে সন্তানদের অমনোযোগিতা, মানসিক হতাশা-বিষাদ, মাদক এবং জঙ্গিবাদ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাসহ বিভিন্ন পারিবারিক ইস্যু নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
ওএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।