জানা যায়, শহরের বাঙ্গালিপুর নিজপাড়া মহল্লার পল্টু বাজার যান মুরগি ক্রয়ের জন্য। ওই বাজারের মুরগি ব্যবসায়ী সামিরুলের দোকানে দুই কেজি ওজনের একটি ব্রয়লার মুরগি ক্রয় করে চামড়া ছিলে দিতে বলেন।
ওজন করলে দেখা যায় সেটি আড়াই কেজিরও বেশি। পরে তিনি দেখেন ড্রামের ভেতরে তার জবাইকৃত মুরগির সঙ্গে আরও কয়েকটি জবাই করা মুরগি রয়েছে। সেগুলো মরে যাওয়ার পর জবাই করে রাখা হয়েছে। ড্রামে রাখা অনেক মুরগি থেকে পোকা বের হচ্ছে।
এমনই অভিযোগ করলেন শহরের পুরাতন বাবুপাড়া সেলিম ও মরিয়ম নামে দুইজন ক্রেতা। তারা বললেন মুরগি কিনে বাড়িতে চামড়া ছিলে টুকরা করার সময় গলা ও পেট থেকে অসংখ্য পোকা বেরিয়ে আসছে।
মুরগি বিক্রেতারা মরা মুরগি বিক্রির পাশাপাশি ওজনে কম দিয়ে এলেও প্রশাসন কিছুই দেখছেন না। যার ফলে প্রতারণার শিকার হচ্ছে ক্রেতা সাধারণ। আর অবৈধ ব্যবসায় আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে মুরগি ব্যবসায়ীরা।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে মুরগি ব্যবসায়ী সামিরুল বলেন, ভুলবশত মরা মুরগি জবাই করে ড্রামে রাখা হয়েছে। এমন কাজ কোনও দিন করবেন না বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
আরবি/