ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে পোশাক কারখানায় আগুন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
রূপগঞ্জে পোশাক কারখানায় আগুন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়নগঞ্জের রূপগঞ্জে সুপার ফেব্রিক্স লিমিটেড নামে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। তবে তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

শনিবার (০৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকরা বাংলানিউজকে জানান, বিকেলে সর্ট-সার্কিট থেকে কারখানার ভেতর আগুন ধরে যায়।

এক পর্যায়ে আগুন জুটের গুডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রমিকদের সহযোগিতায় ডেমড়া ফায়ার সার্ভিসের দুইটি, আদমজীর একটি ও কাঞ্চনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ডেমড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশিদ বাংলানিউজকে জানান, সময় মতো আগুন নেভাতে না পারলে আশপাশের মিলকারখানায় ছড়িয়ে পড়ে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারতো।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।