শনিবার (০৪ ফেব্রুয়ারি) ভোরে ফতুল্লার ভূঁইগড় পশ্চিমপাড়ায় এ ডাকাতির ঘটনা ঘটে।
স্কুল শিক্ষক শামীমের বাবা নুরুল ইসলাম জানান, শুক্রবার তার বাড়িতে অনেক মেহমান ছিলো।
পরে ডাকাতরা তাদের বাড়িসহ আশে পাশের অন্যদের ঘরের দরজা বাহির থেকে বন্ধ করে ডাকাতি করে। এসময় ডাকাতরা তার ছেলে শামীমের ঘরে থাকা ৪/৫ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ প্রায় ৫০ হাজার টাকা, ২টি মোবাইল সেটসহ অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়। ডাকাতরা পরিকল্পিত ভাবে এঘটনা ঘটিয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন সত্যতা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। তবে বড় ধরনের কোনো ঘটনা নয়। আর তারা অভিযোগ দিলে মামলা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
বিএস