ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে মুক্তিযোদ্ধা কমান্ডের তৃতীয় তলা ভবনের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
গাংনীতে মুক্তিযোদ্ধা কমান্ডের তৃতীয় তলা ভবনের উদ্বোধন গাংনীতে মুক্তিযোদ্ধা কমান্ডের তৃতীয় তলা ভবনের উদ্বোধন

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডের তৃতীয় তলা ভবনের উদ্বোধন করা হয়েছে।

 

 

 

শনিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচনের মধ্য দিয়ে এ ভবনের উদ্বোধন করেন।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী।

এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন- গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উজ জামান, নির্বাহী এলজিইডি’র প্রকৌশলী আজিম উদ্দীন সর্দার, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, জেলা পরিষদ সদস্য ও গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, মেহেরপুরের বিশিষ্ট ঠিকাদার ও জেআর পরিবহনের মালিক জহিরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।