ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
ধামরাইয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধামরাই: ধামরাইয়ের সানোরা ইউনিয়নের ভালুম বাথুলী গ্রামে সম্পা আক্তার (১৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে তার শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সম্পা ভালুম বাথুলী গ্রামের সাইফুল মাস্টারের স্ত্রী।

সম্পার মা আসমা বেগম বাংলানিউজকে জানান, সম্পা এসএসসি পরীক্ষা না দেওয়ায় তার স্বামী সাইফুল তাকে দু'দিন খারাপ ভাষায় গালি-গালাজ করে। বিকেলে সম্পার শ্বশুরবাড়ি থেকে তাদের কাছে মোবাইল ফোনে খবর আসে তার মেয়ে গলায় ফাঁস দিয়ে মারা গেছে।

তার বিশ্বাস সম্পা ফাঁস দিয়ে মরতে পারে না। নিশ্চিত এটা কোনও ষড়যন্ত্র। তাই আইনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করেন।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদা বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। এটা হত্যা, না আত্মহত্যা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।