সম্পার মা আসমা বেগম বাংলানিউজকে জানান, সম্পা এসএসসি পরীক্ষা না দেওয়ায় তার স্বামী সাইফুল তাকে দু'দিন খারাপ ভাষায় গালি-গালাজ করে। বিকেলে সম্পার শ্বশুরবাড়ি থেকে তাদের কাছে মোবাইল ফোনে খবর আসে তার মেয়ে গলায় ফাঁস দিয়ে মারা গেছে।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদা বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। এটা হত্যা, না আত্মহত্যা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
আরবি/