শনিবার (০৪ ফেব্রুয়ারি) প্রেস কাউন্সিলের হল রুমে ‘মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত দেশ গঠনে প্রবাসী সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
বাংলাদেশ প্রেস কাউন্সিল ও অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল সভাটির আয়োজন করে।
দেশব্যাপী সাংবাদিকদের তালিকা করা হবে জানিয়ে মমতাজ উদ্দিন বলেন, ‘হলুদ সাংবাদিকতা প্রতিরোধে জেলায়-জেলায় সাংবাদিকদের তালিকা চাওয়া হয়েছে। এ সংক্রান্ত তথ্যটি প্রেস কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ’
পেশাদার সাংবাদিকের সনদ দেওয়ার ব্যবস্থা চালু করার আগ্রহ জানিয়ে তিনি বলেন, ‘এ প্রক্রিয়ার মাধ্যমে হলুদ সাংবাদিকতা বন্ধ হবে। ’
জাতীয় প্রেসক্লাবের সহসভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্মমহাসচিব অমিয় ঘটক পুলক, জাতীয় সাংবাদিক সংস্থার স্থায়ী পরিষদের চেয়ারম্যান লায়ন গনি মিয়া বাবুল, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের সভাপতি আকিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল মতিন, যুগ্মসম্পাদক নাঈম আবদুল্লাহ প্রমুখ।
অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের সভাপতি আকিদুল ইসলাম বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকা শক্তি। বৈশ্বিক চরম মন্দার মধ্যেও প্রবাসীদের অবদানে বাংলাদেশ মন্দার উত্তাপ টের পায়নি।
বিনিয়োগের নিরাপত্তার দাবি জানিয়ে তিনি বলেন, দেশ যদি আমাদের বিনিয়োগকৃত অর্থ ফেরত দেওয়ার নিশ্চয়তা দেয়, তাহলে প্রবাসীরা দেশে আরও বেশি বিনিয়োগ করবে।
দ্বৈত নাগরিক প্রবাসীদের দেশে বসে পেনশন পাওয়ার সুযোগ দেওয়া হলে বিদেশ থেকে মোটা অঙ্কের অর্থ দেশে আসবে বলেও জানান তিনি।
সম্প্রতি সিরাজগঞ্জের শাহজাদপুরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত দৈনিক সমকালের প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলের পরিবারের জন্য এক লাখ টাকা অনুদান ঘোষণা করেন অস্ট্রেলিয়া প্রবাসী তিন সাংবাদিক।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
জেপি/আরআইএস/টিআই