ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক শিমুলের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
সাংবাদিক শিমুলের দাফন সম্পন্ন সাংবাদিক শিমুলের দাফন সম্পন্ন-ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর মেয়রের গুলিতে নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় মাদলা-কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে মাদলা-কালিকাপুর কবরস্থানে শিমুলকে দাফন করা হয়।

এর আগে শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম নামাজে জানাজা হয়।

এতে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, উপজেলা পরিষদ চেয়ারম্যান আজাদ রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন আল রাজি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক, সাবেক মেয়র নজরুল ইসলাম, সমকালের যুগ্ম বার্তা সম্পাদক তপন দাস,  সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজল এ খোদা লিটন ও শিমুলের ছোট ভাই আজাদ বক্তব্য রাখেন।

শিমুলের জানাজা শেষে স্থানীয় সংসদ সদস্য (এমপি) হাসিবুর রহমান স্বপন বলেন, সাংবাদিক শিমুল পেশাগত দায়িত্ব পালনকালে প্রকাশ্যে গুলিবিদ্ধ হন। পৌর মেয়র তার ওপর গুলি চালান। শাহজাদপুরবাসী সবসময়ই শান্তিকামী, তারা সন্ত্রাস পছন্দ করে না। সন্ত্রাসী যতবড় নেতাই হোক না কেন, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

শিমুল হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাত বলেন, মেয়র হালিমুল হক মিরুর শর্টগান থেকেই গুলি করা হয়েছে। তার বাড়ি থেকে গুলির খোসা পাওয়া গেছে। ৪৩ রাউন্ড গুলিসহ ওই শর্টগান জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।