ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে এক শ্মশানে দাহ করা হলো ৬ মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
খাগড়াছড়িতে এক শ্মশানে দাহ করা হলো ৬ মরদেহ সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

খাগড়াছড়ি: খাগড়াছড়ির আলুটিলায় এক ধর্মীয় গুরুর অন্তষ্টিক্রিয়া অনুষ্ঠানের ভিড়ে ট্রাকের চাপায় নিহত আট জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এরমধ্যে একই পরিবারের তিন জনসহ মোট ছয় জনের বাড়ি মহালছড়ির চোংড়াছড়ি গ্রামের।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে চোংড়াছড়ি মহাশ্মশানে এক এক করে ছয় জনের মরদেহ দাহ করা হয়। এছাড়া অপর দুই জনের মরদেহ মাটিরাঙ্গা এবং রামগড়ের স্ব-স্ব শ্মশানে দাহ করা হয়েছে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী বাংলানিউজকে জানান, নিহত প্রত্যেক পরিবারকে জেলা পরিষদের পক্ষ থেকে ১৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে নিহত স্বজনদের সহযোগিতা দেওয়া হবে।

এদিকে, সড়ক দুর্ঘটনায় নিহত মহালছড়ি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দুই এসএসসি পরিক্ষার্থী অংক্যজিং মারমা (১৭) ও উছনু মারমার (১৭) স্মরণে বিদ্যালয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে।

এছাড়াও, সন্ধ্যায় নিহতদের আত্মার শান্তি কামনা এবং শোকাহত স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করে শিহরে মোমবাতি প্রজ্জ্বলন ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সন্ধ্যায় খাগড়াছড়ি টাউন হল এলাকায় সাংবাদিক-সংস্কৃতিকর্মী-উন্নয়নকর্মী ও স্বেচ্ছাসেবীদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।