সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজগরের বাড়ি এ উপজেলার পূর্ব-কৃষ্টপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে বাসে করে সকালে সরাইলে পৌঁছান। সেখান থেকে ব্যাটারি চালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার সময় হঠাৎ রাস্তায় পড়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) বিশ্বজিৎ বর্মণ বলেন, দুর্ঘটনার বিষয়টি স্থানীয়ভাবে শুনেছি। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এসআই