ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
ঝিনাইদহে ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ভ্রাম্যমাণ আদালতে আটক ২ মাদক ব্যবসায়ী

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার মিয়াকুণ্ডু গ্রামে অভিযান চালিয়ে আব্দুল মজিদ (৫২) ও আছাদুজ্জামান শেখ (৪৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে ৮ মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনি এ দণ্ডাদেশ দেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সদর উপজেলার মিয়াকুণ্ডু গ্রামে মাদক কেনা-বেচা হচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
এসময় আব্দুল মজিদকে ৫০ গ্রাম ও আছাদুজ্জামান শেখকে ১শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে আদালত বসিয়ে তাদের ৮ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আব্দুল মজিদ ওই গ্রামের মৃত আতর আলী মণ্ডলের ছেলে এবং আছাদুজ্জামান শেখ মৃত লোকমান শেখের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ পরিদর্শক (এএসআই) শেখ আব্বাস উদ্দিন আহমেদ, সিপাই জিএম শহিদুল ইসলাম, আব্দুল আজিজ খান, সাইদুল হকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।