সোমবার (২০ ফেব্রুয়ারি) ভোরে পৌরসভার সুন্দরপুর গ্রামের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক নারীরা হলেন-এই এলাকার নুরে আলম ওরফে পাংখা চৌধুরীর স্ত্রী হাজেরা খাতুন (৪০) ও তাদের পুত্রবধূ রিমা (২২)।
পুলিশ জানায়, পাংখা চৌধুরী ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে রাতে তাদের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাংখা ও তার ছেলে পালিয়ে যান। পরে ভোরে পাংখার ঘর থেকে এক হাজার নয়শ’ পিস ইয়াবা ও ১০ ক্যান বিয়ারসহ তার স্ত্রী ও পুত্রবধূকে আটক করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন জানান, আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এসআই