সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মঈনুল খান জানান, আর্চওয়ে দিয়ে হেঁটে যাওয়ার সময় তার শরীরে সোনার বার থাকার বিষয়টি ধারণা করা হয়। মেটাল ডিটেক্টরেও সিগ্যানাল পাওয়া যায়।
তিনি বলেন, জব্দ করা প্রতিটি বারের ওজন ১০ তোলা। মোট ১.৩৯ কেজি সোনার দাম ৬৫ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল জানান, পূর্বপরিকল্পনা অনুযায়ী দুবাই থেকে আসা কোনো যাত্রী সোনার বারগুলো সিটে রেখে যায়। রাসেল প্লেনে উঠে সোনার বারগুলো খেয়ে ফেলে।
তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি০৪৮ ফ্লাইটের ১১বি নম্বর সিটে চট্টগ্রাম হয়ে ঢাকা আসেন রাসেল। ফ্লাইটটি দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসার পথে ডোমেস্টিক যাত্রী হিসেবে প্লেনে ওঠেন তিনি।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এসজে/এএটি/এটি