ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ১০ মাদক ব্যবসায়ী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
মানিকগঞ্জে ১০ মাদক ব্যবসায়ী আটক মানিকগঞ্জে ১০ মাদক ব্যবসায়ী আটক

মানিকগঞ্জ: মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন- সদর উপজেলার শফিকুল ইসলাম (৪৫), একই উপজেলার শহীদুল ইসলাম (২১), আক্তারুজ্জামান (৪০), ঘিওর উপজেলার রুবেল মিয়া (২৬) ও সুজন চন্দ্র দাশ (১৯), শিবালয়ের আব্দুর রহিম (৩৭), সাটুরিয়ার আব্দুল হাই (৩০), হরিরামপুরের কুদরত বেপারী (৩৫), দৌলতপুরের রুবেল হোসেন (২০) এবং সিংগাইরের মো. কামরুল (৩২)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, ১৯ ফেব্রুয়ারি রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৩৭ বোতল ফেনসিডিল, ১৮ পিস ইয়াবা ট্যাবলেট, এক কেজি ২শ ৪০ গ্রাম গাঁজা ও ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এছাড়া তাদের বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জান‍ান পুলিশ সুপার।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এজি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।