ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আত্রাইয়ে বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
আত্রাইয়ে বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী গ্রেফতার

নওগাঁ: নওগাঁর আত্রাই উপজেলার পার কাসুন্দা এলাকায় অভিযান চালিয়ে বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী সেকেন্দার আলী (৪২) নামে জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। সেকেন্দার উপজেলার পার কাসুন্দা গ্রামের মৃত আহসান সরদারের ছেলে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন সেকেন্দার। তিনি তার নিজ গ্রামে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে দুপুরে পার কাসুন্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, তার বিরুদ্ধে থানায় অস্ত্রসহ চারটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।