ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে বাসচাপায় ছাত্রী আহতের ঘটনায় ভিসি’র বাসভবন ঘেরাও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
গোপালগঞ্জে বাসচাপায় ছাত্রী আহতের ঘটনায় ভিসি’র বাসভবন ঘেরাও বাসচাপায় ছাত্রী আহতের ঘটনায় ভিসি’র বাসভবন ঘেরাও

গোপালগঞ্জ: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসের চাপায় ছাত্রী সুপর্ণা মজুমদার গুরুতর আহত হওয়ার ঘটনায় ৫ দফা দাবিতে ভিসি’র বাসভবন ঘেরাও করেছেন শিক্ষার্থীরা।

 সোমবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসি’র বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেন।

এর আগে সকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে গোপালগঞ্জ-টুঙ্গীপাড়া সড়কে টায়ার জ্বালিয়ে এবং ব্যারিকেড দিয়ে অবরোধ করে।

খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সড়ক থেকে অবরোধ তুলে দেয়।

পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ৫ দফা দাবিতে বিক্ষোভ করে ও অবস্থান ধর্মঘট পালন করেন।
 
দাবিগুলো হলো, আহত শিক্ষার্থী সুপর্ণার চিকিৎসার দায়ভার গ্রহণ, বিশ্ববিদ্যালয়ে চাকরির ব্যবস্থা, তার পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করা, চালককে স্থায়ী বহিষ্কারাদেশ ও বিচার এবং বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে গতিরোধক নির্মাণ।

পরে দুপুর দেড়টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসি প্রফেসর ড. খোন্দকার নামিরউদ্দিনের বাসভবন ঘেরাও করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলন চলছিল।

প্রসঙ্গত, রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসের চাপায় সমাজ বিজ্ঞান (অনার্স) বিভাগের প্রথম বর্ষের ছাত্রী সুপর্ণা মজুমদার (১৯) গুরুতর আহত হন। এ ঘটনার প্রতিবাদে ও বাস চালকের শাস্তির দাবিতে রোববার থেকে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। আহত ওই ছাত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার এ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর ড. নুরউদ্দিন আহমেদ জানিয়েছেন, শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে আন্দোলন করছে। তবে দুই একটি বিভাগে ইন্টারনাল পরীক্ষা হয়েছে। তিনি আরো জানান, শিক্ষার্থীদের সাথে সমঝোতা বৈঠক চলছে।    

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।