সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আহত আসলাম স্থানীয় গিয়াসউদ্দিনের ছেলে।
গিয়াসউদ্দিন বাংলানিউজকে জানান, দুপুরে ওই স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র আসিফ ও সাব্বিরের মধ্যে ঝগড়া হয়। এসময় তাদের ঝগড়া থামাতে যায় আসলাম। এতে ক্ষিপ্ত হয়ে সাব্বির তার স্বজনদের ডেকে এনে আসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় আসলামের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা আসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে অভিযুক্তদের আটক করা হবে।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এজি/এসআই