দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মহেশপুর গাধাপাড়ায় অভিযান চালানোর সময় মাদক বিক্রেতার অস্ত্রের আঘাতে ফুলবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মতিয়ার রহমান (৪৩) আহত হয়েছেন।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এহেতেশাম রেজা বাংলানিউজকে জানান, দুপুরে মহেশপুর গাধাপাড়া গ্রামে অভিযান চালাতে গেলে মাদক ব্যবসায়ীরা অভিযানকারী দলের ওপর চড়াও হয়।
এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মতিয়ার গুরুতর আহন হন। পরে তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তিনি আরো জানান, অত্র এলাকার সব মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
আরবি/আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।