ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নাজিরপুরে ৩ দিনে ২৫ শিক্ষার্থী ম্যাস হিস্টিরিয়ায় আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
নাজিরপুরে ৩ দিনে ২৫ শিক্ষার্থী ম্যাস হিস্টিরিয়ায় আক্রান্ত

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে এক বিদ্যালয়ে তিনদিনে ২৫ শিক্ষার্থী ম্যাস হিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছে। স্কুল চলাকালীন এ ঘটনা ঘটে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার থেকে সোমবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার কলার দোয়ানিয়া ইউনিয়নের মুগারঝোর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সামসুল হক জানান, সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে হঠাৎ করে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সানজিদা আক্তার জ্ঞান হারিয়ে ফেলে।

এর কিছু সময় পরই পর্যায়ক্রমে একই শ্রেণির শিরিনা আক্তার, নাদিম হোসেন, ফাহমিদা আক্তার, নাদিরা খানমসহ ছয় শিক্ষার্থী জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়ে।
তিনি আরো জানান, এর আগে শনি ও রোববার একই শ্রেণির রাহাদ হোসেন, আতিকুল ইসলামসহ আরো ১৯ শিক্ষার্থী জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে যায়।

স্থানীয় চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দিলে এসব শিক্ষার্থীরা আধা ঘণ্টা থেকে এক ঘ‍ণ্টার মধ্যে জ্ঞান ফিরে পায়। শনিবারে জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থী নাদিম জানায়, সে জাতীয় সঙ্গীত শেষে শ্রেণিকক্ষে ফেরার পরে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মসিউর রহমান জানান, এ ব্যাপারে তিনি কিছু জানেন না। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শোভন রায় জানান, ম্যাস হিস্টিরিয়ার কারণে এমন ঘটনা ঘটতে পারে।
 
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।