ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ৪৮০ কেজি জাটকা জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
মাদারীপুরে ৪৮০ কেজি জাটকা জব্দ মাদারীপুরে ৪৮০ কেজি জাটকা জব্দ-ছবি: বাংলানিউজ

মাদারীপুর: মাদারীপুরে অভিযান চালিয়ে ৪৮০ কেজি জাটকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্টেট কানিজ ফাতেমা লিজা এ অভিযান পরিচালনা করেন।  

তিনি জানান, জাটকা বিক্রি হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে দুপুরে মৎস্য বিভাগের সহযোগিতায় শহরের পুরান বাজারে অভিযান চালানো হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে জাটকা বিক্রেতারা পালিয়ে যান। পরে পরিত্যক্ত পাঁচটি ঝুড়ি থেকে ৪৮০ কেজি জাটকা জব্দ করা হয়।

জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।