সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে মরদেহটি হস্তান্তর করা হয়।
পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সিনিয়র সহকারী কমিশনার আহসানুল হক জানান, গত বছরের ১০ সেপ্টেম্বর আজিমপুরে পুলিশের অভিযানে নিহত ওই জঙ্গির মরদেহ তার স্বজনেরা না নেওয়ায় দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।
আঞ্জুমানে মফিদুল ইসলামের ডিউটি অফিসার মোস্তফা কামাল জানান, জঙ্গি তানভীর কাদেরির মরদেহ জুরাইন কবরস্থানে দাফন করা হবে।
ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ড. সোহেল মাহমুদ জানান, তানভীর কাদেরির মরদেহ ময়না তদন্তের পর এতোদিন হাসপাতালের মর্গে ছিল। সোমবার পুলিশ মরদেহটি দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করেছে।
বাংলঅদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এজেডএস/আরআর/এএসআর