সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দীনু সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের নাটইখালি গ্রামের বাসিন্দা।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে পাতিলাখালি বটতলা এলাকায় একটি গাছে ডাল কাটতে ওঠেন দীনু। ডাল কাটা শেষে নামার সময় বৈদ্যুতিক তারের ওপর পড়া একটি ডাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
আরবি/