ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে পুলিশের মাসিক অপরাধ সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
রাঙামাটিতে পুলিশের মাসিক অপরাধ সভা রাঙামাটিতে পুলিশের মাসিক অপরাধ সভা

রাঙামাটি: রাঙামাটিতে পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান ও সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. শহিদ উল্লাহ।

আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) মো. আমীর খসরু, সহকারী পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মো. আসলাম ইকবাল, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলীসহ সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও জেলার গোয়েন্দা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এজি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।