ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় অপহৃত ট্রাক ড্রাইভার উদ্ধার, আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
সাতক্ষীরায় অপহৃত ট্রাক ড্রাইভার উদ্ধার, আটক ১

সাতক্ষীরা: অপহরণের তিনদিন পর সাতক্ষীরা শহরের কামালনগর এলাকা থেকে ট্রাক ড্রাইভার আকতার হোসেনকে উদ্ধার করেছে পু‌লিশ।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আবুল কালাম সরদার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

‌সোমবার ( ২০ ফেব্রুয়া‌রি) দুপুর আড়াইটার দিকে তাকে উদ্ধার করা হয়।

আকতার শহরের ঘোষপাড়া এলাকার মৃত মহসিন আলীর ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্যা বাংলা‌নিউজকে জানান, ১৮ ফেব্রুয়া‌রি নিখোঁজ হন ট্রাক ড্রাইভার আকতার। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখঁজি করেও তার সন্ধান পায়নি। পরে তার মা সুফিয়া খাতুন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ আকতারকে উদ্ধারে অভিযানে নামে।

শহরের কামালনগর এলাকার আবুল কালাম সরদারের বাড়িতে আকতারকে আটকে রাখা হয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দুপুরে অ‌ভিযান চা‌লিয়ে ওই বাড়ি থেকে আকতারকে উদ্ধার করে। এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আবুল কালামকে আটক করে।
 
আটকের পর আবুল কালামকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এজি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।