সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাহ উদ্দিনের নেতৃত্বে জাফলং পাথর কোয়ারিতে অভিযান চালায় যৌথবাহিনী।
এতে জাফলং পিয়াইন নদীর তীরে গড়ে ওঠা তিনটি পাথর কোয়ারি মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাহ উদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, কোয়ারি এলাকায় চারটি অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি অবৈধভাবে নদী তীরে পাথর উত্তোলনের ৪টি কোয়ারি মাটি দিয়ে ভরাট করা হয়েছে।
জাফলংয়ের পরিবেশ রক্ষার স্বার্থে টস্ক ফোর্সের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে, বলেন তিনি।
রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সংগ্রামপুঞ্জি এলাকায় পাথর উত্তোলনকালে কোয়ারিতে মাটি চাপায় দুই শ্রমিক নিহতের ঘটনা ঘটে। এ ঘটনায় অবৈধ পাথর উত্তোলনে শ্রমিকের মৃত্যু নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশের পর টনক নড়ে প্রশাসনে। ফলশ্রুতিতে কোয়ারি এলাকায় পাথর উত্তোলনে অবশেষে আদালতের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা হয়।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এনইউ/আইএ