সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদর কায়কোবাদ চত্বর থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার কৈলাইল ইউনিয়নের চর মাতাবপুর গ্রামের বাসিন্দা।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মহির উদ্দিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে কায়কোবাদ চত্বর এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজা মজর আলীকে আটক করা হয়।
এ ঘটনায় মজর আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
আরবি/