সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আটক করা হয়। রবিউল ওই এলাকার আবুল কাশেমের ছেলে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বাংলানিউজকে জানান, ৬ ফেব্রুয়ারি শহরের মিলনপুর থেকে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জ্ঞান জ্যোতির মোটরসাইকেলটি চুরি হয়। পরে এ ঘটনায় তিনি থানায় একটি মামলা দায়ের করেন।
দুপুরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের নয়নপুর এলাকার রবিউলের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় সেখান থেকে শিক্ষক জ্যোতির মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। রবিউলের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এজি/আরআই