সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৃষ্টি শুরু হয়ে ধীরে ধীরে বাড়তে থাকে। এতে শুষ্ক আবহাওয়া ও ধুলাবালির সাময়িক অবসান ঘটে।
বৃষ্টির কারণে শীতকালীন সবজি ও ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। তবে আবহাওয়া অধিদফতর বলছে, বৃষ্টিতে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। বরং নতুন আমের মুকুল ও গ্রীষ্মকালীন ফসলের জন্য উপকার হবে।
এদিকে, জেলার বিভিন্ন এলাকায় তাপমাত্রা ১৬ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসে ওঠা-নামা করছে। তবে বৃষ্টির কারণে শীত একটু বাড়তে পারে বলে জানায় আবহাওয়া অধিদফতর।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এজি/টিআই