সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে নগরের ২৫ নম্বর ওয়ার্ডের গ্যাস টারবাইন এলাকার খান বাড়ির হানিফ গাজীর ডোবা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
রিকশা চালক শাহাদাৎ একই এলাকার খান বাড়ির মৃত সোবাহান খানের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের জানান, ১৫ ফেব্রুয়ারি বিকেলে শাহাদাৎ হোসেন বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর থেকে অনেক খোঁজখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। সোমবার সকালে বাসার পাশের ডোবায় তার মৃতদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল মর্গে পাঠায়।
শাহাদাৎ কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এমএস/এসআই