ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
হাতীবান্ধায় মোটরসাইকেল আরোহী নিহত

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিরাজুল ইসলাম (৩৫) নামে এক আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দু’জন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে দুপুরে হাতীবান্ধা উপজেলার দোয়ানি মোড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হন তারা।

নিহত সিরাজুল ইসলাম উপজেলার সানিয়াজান এলাকার সিদ্দিক আলীর ছেলে।

আহতরা হলেন মাসুদ রানা (২৫) ও মো. জাহাঙ্গীর ইসলাম (২৭)। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বাংলানিউজকে জানান, মোটরসাইকেলে করে তিস্তা ব্যারাজে যাচ্ছিলেন সিরাজুল। পথে দোয়ানি মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। এ অবস্থায় তাদের ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুলের মৃত্যু হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।