মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরের আগেই কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের শ্রদ্ধা নিবেদনে ফুল দিতে এসে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ব্রেন্ডে বলেন, আমাকে আমন্ত্রণ জানানো এবং বাংলাদেশে আসতে পেরে সম্মানিত বোধ করছি।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, উনাকে বাংলা ভাষার স্বীকৃতির ইতিহাস বলেছি, উনি এ সময়ে এখানে আসতে চেয়েছেন।
জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার বিষয়ে চেষ্টা চলছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর মাহমুদ আলীর সঙ্গে শহীদ মিনারে শ্রদ্ধা জানান বোরগ ব্রেন্ডে।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, বায়ান্নর রক্তক্ষণের মধ্য দিয়ে স্বাধীনতার চেতনার উন্মেষ ঘটে। তারই ধারাবাহিকতায় স্বাধীনতা অর্জিত হয়। বাংলা ভাষা ব্যবহারের ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়েছি, মন্তব্য করেন মন্ত্রী।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সরকারিভাবে সব অফিস আদালতে বাংলার ব্যবহার হচ্ছে। এতে বাংলার মর্যাদা বেড়েছে।
বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এমআইএইচ/এমইউএম/এইচএ/