মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে নগরীর শহীদ মিনারগুলো ফুলে ফুলে ভরে যায়। নগরীর ভুবনমোহন পার্ক, রাজশাহী কলেজ শহীদ মিনার, রাজশাহী কোর্ট শহীদ মিনার, রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারসহ অন্যান্য শহীদ মিনার বেদীতে ছিল শ্রদ্ধা নিবেদনে আসা মানুষের ঢল।
প্রথম প্রহরে রাজশাহী মহানগরীর ভুবনমোহন পার্ক শহীদ মিনারে জনতাকে শপথ বাক্য পাঠ করান রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
এর আগে রাত ১২টা ১ মিনিটে ভুবনমোহন পার্ক শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। এ সময় তার সঙ্গে রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু, সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর সেখানে রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন সব সদস্য। তারপর শ্রদ্ধা নিবেদন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আক্তার জাহান।
মহানগরীর কোর্ট শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান, জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম ও রাজশাহী জেলা পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভুঁইয়াসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে, রাজশাহী কলেজ শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর নেতৃত্বে রাজশাহী মহানগর বিএনপির নেতাকর্মীরা।
রাত ১২টা ২০ মিনিটের দিকে ওই শহীদ মিনারে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে আরও কিছু নেতাকর্মী পুষ্পার্ঘ অর্পণের মধ্যে দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া ভুবনমোহন পার্ক শহীদ মিনারে জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, যুব মৈত্রী, ছাত্র মৈত্রী, নাগরিক সংহতি, ন্যাপ, আদিবাসী ছাত্র পরিষদ, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ, আদিবাসী ছাত্র পরিষদ, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাজশাহী প্রেসক্লাব, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাব ও কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
পরে সেখানে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ভোরে রয়েছে প্রভাতফেরি।
বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এসএস/এইচএ/