সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ১ মিনিটে প্রথমেই ভাষাশহীদদের প্রতি আবেগ উদ্দীপ্ত শ্রদ্ধা ও ভালোবাসা হিসেবে এ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন।
পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
পরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, মহানগর যুবলীগ আহবায়ক মো. শাহীনুর রহমান প্রমুখ। এছাড়া শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা দায়রা জজ ড. আমির উদ্দিন।
এর আগে, একুশে ফেব্রুয়ারিতে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোকে উপলক্ষ করে মেয়র মো. ইকরামুল হক টিটু’র উদ্যোগে নগরীর ঐতিহাসিক টাউন হল শহীদ মিনার এলাকাজুড়ে ধোয়া-মোছা, সাজসজ্জা করে ময়মনসিংহ পৌরসভা। রাতের আলোকসজ্জায় অপরূপ হয়ে উঠে এ মিনার প্রাঙ্গণ।
বাংলাদেশ সময়: ০৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এমএএএম/এইচএ/